Introduction


Yard International School And College

একবিংশ শতকের সূচনালগ্নে রংপুর সদরে অবস্থিত আমাদের এই শিক্ষা এই প্রতিষ্ঠান।প্রতিষ্ঠানের জন্মলগ্ন থকেই যোগ্য প্রতিষ্ঠান প্রধানের সুদক্ষ পরিচালনা, আন্তরিক, সৎ ও যোগ্য শিক্ষকম-লীর শিক্ষাদান, সুন্দর, স্বচ্ছ ও প্রত্যাশিত শিক্ষার অনুকূল পরিবেশ এবং সুপরিকল্পিত প্রগতিশীল শিক্ষা পদ্ধতির প্রয়োগ প্রতিষ্ঠানটি আজ একটি গৌরবোজ্জ্বল প্রতিষ্ঠানে পরিণত করেছে। আমাদের দৃঢ় বিশ্বাস, এই প্রতিষ্ঠান শিক্ষা বিস্তারের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস ও মানবীয় চেতনার বিকাশ ঘটিয়ে জাতীয় অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা পালন করে যাচ্ছে।আমাদের একটি এই প্রতিষ্ঠান একটি আধাসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। এখানে শিক্ষা বোর্ড অনুমোদিত উচ্চ মাধ্যমিক,পর্যায়ে বিভিন্ন কোর্সে পাঠদান করা হয়। এ প্রতিষ্ঠানটি একটি শক্ত নিয়মনীতি অনুযায়ী গঠিত গভর্নিং বডি দ্বারা পরিচালিত। গভর্নিং বডি প্রতিষ্ঠান সংক্রান্ত যাবতীয় নীতি নির্ধারণ করে এবং সে সকল নীতি অনুযায়ী প্রতিষ্ঠানটি পরিচালিত হয়। উক্ত নীতিসমূহ বাস্তবায়নের লক্ষ্যে কলেজ প্রশাসনিক কাঠামোকে নিম্নরূপে বিন্যস্ত করা হয়েছে : প্রতিষ্ঠান প্রধান: তিনি হচ্ছেন প্রতিষ্ঠানের নির্বাহী প্রধান। তিনি গভর্নিং বডির সিদ্ধান্তের আলোকে প্রতিষ্ঠানের একাডেমিক ও প্রশাসনিক কার্যাবলি পরিচালনা করেন। সহকারি প্রতিষ্ঠান প্রধান : প্রতিষ্ঠান প্রধানের নির্দেশানুসারে প্রশাসনিক ও একাডেমিক কাজে সহায়তা করে থাকেন। শ্রেণি শিক্ষক : প্রতিটি সেকশনে একজন করে শ্রেণি শিক্ষক নিয়োজিত থাকেন যারা ছাত্র-ছাত্রীদের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারা সংশ্লিষ্ট শ্রেণির ছাত্র-ছাত্রীদের ক্লাস টেস্ট, অ্যাসাইনমেন্ট, সিমেস্টার পরীক্ষার ফলাফল এবং ক্লাস উপস্থিতির হার সংগ্রহ, বিন্যাস, প্রকাশ ও সংরক্ষণ করেন। এছাড়াও তারা ছাত্র-ছাত্রীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রতিষ্ঠানের প্রশাসন ও অভিভাবকদের মধ্যে যোগসূত্র স্থাপন করে।


UP