Mission



Yard International School And College


বর্তমান যুগকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগ বলা যায় তাই বিশ্বায়নের বহমান তাৎপর্য ও বৈশিষ্ট্যকে অর্থবহ করে চলেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একথাও নিঃসন্দেহে উচ্চকিত সত্য। তাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে ব্যবহারের মাধ্যমে প্রতিটি শিক্ষাথীকে স্ব-নিরভোর করে গড়ে তুলা, ডিজিটাল শিক্ষা কার্যক্রম বিস্তার করা,গুনগত পাঠদান নিচ্ছিত করা, আধুনিক প্রযুক্তিতে লাইব্রেরি,ক্লাস রুম, কম্পিউটার ল্যাব, সহশিক্ষাক্রমিক কার্যাবলী অনুষ্ঠানের সু-ব্যবস্থা নিশ্চিত করা এবং সকল শিক্ষাথীকে মেধাবী শিক্ষাথী হিসেবে গড়ে তুলা যারা একদিন স্বাধীন বাংলাদেশের সচিবালয়, বিশ্ববিদ্যালয়, কলেজসহ বিভিন্ন সরকারি/বেসরকারি অফিস আদালতে গুরুত্বপূর্ণ পদে কর্মরত থাকবেন এবং নিজ নিজ ক্ষেত্রে মেধা ও দক্ষতার পরিচয় দিয়ে দেশ ও জাতিকে সমৃদ্ধ করে গড়ে তুলবেন।


UP